BD Force
ফেব্রুয়ারী ২৭, ২০১৮
বাংলাদেশে ‘মহড়া শান্তিদূত-৪’: অংশ নিচ্ছে ২২ দেশ
এবার কানাডা ও অস্ট্রেলিয়ার সাথে একই কাতারে বাংলাদেশের সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড যৌথভাবে আয়োজন করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর পরিচালিত বহুজাতিক মহড়া ‘শান্তিদূত-৪’। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয় (বিপসট)-এ এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ ২২টি দেশের সামরিক সদস্যরা অংশ নেবেন।
মহড়া শান্তিদূত-৪’-এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক বন্ধন, নিরাপত্তা ও শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এ অনুশীলন কার্যক্রম পরিদর্শনে করার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আরো বিস্তারিত থাকছে ভিডিওতে-