positive bangladesh
মার্চ ১৭, ২০১৮
সাব্বাস বাংলাদেশ !! যে অভিশাপ কাটিয়ে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ !! Developing Country Bangladesh
আগুন ঝরা স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল মার্চ মাসে৷ আর সেই ঐতিহাসিক মার্চেই এল সুখবর৷ পাকিস্তানি শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জনের চার দশক পর অবশেষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সারিতে ওঠার ছাড়পত্র পেল বাংলাদেশ৷ এর জন্য যে সব শর্ত পূরণ করতে হবে তা দাখিল করার স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ৷
এমন এক দিনে এই বার্তা এসেছে, যখন বাংলাদেশ পালিত হচ্ছে ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস৷ সেই দিনেই পদ্মা-কর্ণফুলী বিধৌত বৃহত্তর বাঙালি জাতি জানতে পারলেন তাঁরা এখন গরীব দেশের তকমা ছেড়ে উন্নয়নশীল দেশের তকমাভুক্ত হচ্ছেন৷ স্বাভাবিকভাবেই লেগেছে খুশির ছোঁয়া৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷
বিস্তারিত থাকছে ভিডিওতে-