AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

bangladesh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bangladesh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

মার্চ ১৬, ২০১৮

কর্পোরেট দুনিয়ায় বাংলাদেশের নতুন যুগ      

একটা সময় ছিল যখন বাংলাদেশের বড় কোন প্রতিষ্ঠানে বাংলাদেশিরা সুযোগ পেত নিম্ন পদে। অধিকাংশ উচ্চপদ দখলে ছিল বিদেশিদের। এটাই যেন যুগ যুগের নিয়মে পরিণত হয়েছিল। বাংলাদেশিদের মেধার যোগ্য মূল্যায়নেও ব্যার্থ হয়েছে অনেক প্রতিষ্ঠান।

সময়ের আবর্তে তারুন্য তার মেধা, মনন, পরিশ্রম, প্রযুক্তির সাথে নিজেকে বদলে ফেলে কর্পোরেট জগৎকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে আমরাও পারি। বিশ্বাস করা কঠিন, আমাদের প্রতিবেশি দেশ ভারতে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর একজন বাংলাদেশি। 

জনাব জুনায়েদ আহমেদ গত বছর সেপ্টেম্বর থেকে ভারতে ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে গুরুত্বপূর্ন এই পদে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি জিম ইয়ং কিমের ওয়ার্ল্ড ব্যাংক টিমে চীফ অব স্টাফ পদের দায়িত্বে ছিলেন।

বিস্তারিত থাকেছে ভিডিওতে-

মার্চ ১৬, ২০১৮
বাংলাদেশের জন্য একি বানাচ্ছে রাশিয়া !! পরাশক্তি রাশিয়া ও বাংলাদেশের যৌথ সাইবার নিরাপত্তা !! 
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সহযোগিতায় ‘সেন্টার অব এক্সিলেন্স ইন সাইবার সিকিউরিটি’ প্রতিষ্ঠা করবে বাংলাদেশ। এ লক্ষ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ ছাড়া, ই-গভর্ন্যান্স কার্যক্রম আরও ফলপ্রসূ করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাশিয়া সফররত বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রাশিয়ার মস্কোয় রুশ ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফরেভের এক বৈঠকের পর এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৪ মার্চ) নিকোলাই নিকিফরেভের সঙ্গে বৈঠক করেন জুনাইদ আহমেদ পলক। বৈঠকে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সহযোগিতা চান আইসিটি প্রতিমন্ত্রী।

মার্চ ১৬, ২০১৮
পাল্টে যাচ্ছে বাংলাদেশ !! বিজয়ের নায়ক সাধারণ মানুষ !! খেটে-খাওয়া মানুষের কল্যালে বাংলাদেশের উন্নয়ন !

পাল্টে যাচ্ছে বাংলাদেশ। দেশের পরিশ্রমী মানুষ পাল্টে দিচ্ছে বাংলাদেশকে। স্বাধীনতার পর বাংলাদেশের গ্রাম মানেই ছিল জরাজীর্ণ ঘর-দুয়ার আর দারিদ্র্যের আঘাতে জর্জরিত জীবনের প্রতিচ্ছবি। দেশের জনসংখ্যার শতকরা ৮০ জনই ছিল দরিদ্র শ্রেণির। 

‘নুন আনতে পান্তা ফুরায়’ তাদের নিয়তির লিখন বলে বিবেচিত হতো। সময়ের বিবর্তনে সেই ছবি বদলে যাচ্ছে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে লেগেছে দিন বদলের ছোঁয়া। এখন গ্রামে কুঁড়েঘর খুঁজে পাওয়া কঠিন। তার বদলে গড়ে উঠেছে টিনের ঘর ও পাকা বাড়ি। 

হাড্ডিসার মুখগুলোও নেই। এর বদলে কর্মজীবী মানুষ আছে, পকেটে টাকাও আছে। ঘরে আছে রঙিন টেলিভিশন, ফ্রিজ। কারও আবার কম্পিউটার, তাতে জুড়ে দেওয়া ইন্টারনেট। 

ঘরে বসে এখন বাংলাদেশের কোনো এক প্রান্তের মানুষ হাতের মোবাইল টিপে মুহূর্তেই যোগাযোগ করছে প্রবাসের প্রিয়জনের সঙ্গে। স্বাধীনতার পর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩ শতাংশের কাছাকাছি। 
বিস্তারিত থাকছে ভিডিওতে- 



বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মার্চ ১৫, ২০১৮
এবার একই কাতারে খালেদা, ম্যান্ডেলা ও সুচি !! তথ্য দিল মালেশিয়ার মোহাথীর মোহাম্মদ !! 

খালেদা জিয়া এশিয়ার ম্যান্ডেলা, অচিরেই বিশ্বনেতা হবেন: মাহাথির


বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়াকে এশিয়ার নেলসন ম্যান্ডেলা হিসেবে আখ্যায়িত করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, সাউথ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে তৎকালীন স্বৈরাচারী সরকার যুগের পর যুগ নির্বাসন এবং কারাবন্দী করে রাখায় তিনি যেভাবে বিশ্বনেতা হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই বাংলাদেশের রাজনৈতিক নেত্রী খালেদা জিয়াকে দেওয়া কারাদণ্ডের কারণে তিনিও অচিরেই বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হবেন।
মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য মালয় মেইল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন।
বিস্তারিত থাকছে ভিডিওতে- 

সোমবার, ১২ মার্চ, ২০১৮

মার্চ ১২, ২০১৮
ইতিহাসে প্রথম বার, লাইনে এলো মিয়ানমার !! যেভাবে গাড়ত্যাড়া মিয়ানমারকে লাইনে আনলো বাংলাদেশ !! BGB-BGP

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রথমবারের মতো যৌথ টহল

বাংলাদেশ-ভারত সীমান্তে যৌথ টহল কোনও নতুন ঘটনা না হলেও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই প্রথম চালু হলো যৌথ টহল। উভয় দেশের দুই সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গত তিন দিনে ওই সীমান্তে দুইবার যৌথ টহল দিয়েছে। সীমান্তে এই যৌথ টহল অব্যাহত থাকবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টেকনাফে বিজিবি ব্যাটালিয়ন-২-এর কমান্ডার লে. কর্নেল আরিফুল ইসলাম।
গত রবিবার (১৩ আগস্ট) ও বুধবার (১৬ আগস্ট) জিরো লাইনে এই যৌথ টহল হয়। বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে উত্তরের সীমান্তে এই যৌথ টহল চলে। বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই যৌথ টহল দেওয়া হয় ৩১ নম্বর পিলারের ওপরের দিকে থেকে ৩২ নম্বর পিলার পর্যন্ত। টংডু সীমান্তেও এই যৌথ টহল হয়। রবিবার টহলের শুরুতে বিজিবি ও বিজিপি সদস্যরা নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিস্তারিত ভিডিওতে-  

শনিবার, ১০ মার্চ, ২০১৮

মার্চ ১০, ২০১৮
বাংলাদেশ’কে ভারতের অপমান !! দেশজুড়ে তীব্র উত্তেজনা !! বন্ধুত্বের নামে যাচ্ছেতাই  করছে ভারত !! 


আসামে প্রতিবাদের মুখে রাষ্ট্রপতি আবদুল হামিদ


ভারতের আসাম রাজ্য সফরে গিয়ে ভারতীয় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। আসাম থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে নেয়ার দাবিতে তারা ওই প্রতিবাদ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নাগাল্যান্ড পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে রাজ্য সরকার এনআরসি কর্মসূচি বাস্তবায়ন করছে। অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারটি চলমান ইস্যু।
এর মাঝেই বৃহস্পতিবার আসামে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। আসাম থেকে বাংলাদেশিদের ফিরিয়ে নেয়ার দাবি জানাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে হিন্দু যুব ছাত্র পরিষদ।
বিস্তারিত জানুন ভিডিওতে- 
মার্চ ১০, ২০১৮
সবকিছু ছাড়িয়ে একই কাতারে চীন বাংলাদেশ ও মিয়ানমার !! বিদ্যুৎ বাণিজ্য তিন দেশের ঐক্যমত !! AOW News |


বিদ্যুৎ বাণিজ্যে একমত হয়েছে মিয়ানমার, চীন ও বাংলাদেশ

মিয়ানমার, চীন ও বাংলাদেশ শুক্রবার নেপিতোতে বিদ্যুৎ আমদানি-রফতানির ব্যাপারে ত্রিপক্ষীয় চুক্তির ব্যাপারে একমত হয়েছে।
বৈঠকে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য এবং এটি বাস্তবায়ন কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সহযোগিতার জন্য তিন দেশের বিদ্যুৎ গ্রিডের মধ্যে সংযোগ স্থাপনের ব্যাপারে আলোচনা হয়েছে।
তিন দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলে এটা জ্বালানি নিরাপত্তা বাড়াবে, বিদ্যুৎ সম্পদ ভাগাভাগি করা যাবে, অবকাঠামো উন্নয়ন, কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে তিন দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও বাড়বে। মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিস্তারিত ভিডিওতে- 


মার্চ ১০, ২০১৮
ইসরাইলের সাথে সম্পর্ক গড়ছে বাংলাদেশ | স্বীকৃতির দাবী | আন্তর্জাতিক চাপ ও রয়েছে বাংলাদেশর উপর !! 

ইসরাইলের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ছে বাংলাদেশ!


নিষিদ্ধ দেশ ইসরাইলের সাথে গত প্রায় ৪ বছর যাবৎ অঘোষিতভাবে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশ। ইসরাইলে রফতানি করা হচ্ছে বাংলাদেশী পণ্য।

 গত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বর্তমান আওয়ামী লীগ সরকারও তা বহাল রেখেছে। ২০০৭-০৮ অর্থবছরে যেখানে মাত্র ১ হাজার মার্কিন ডলারের বাংলাদেশী পণ্য রফতানি হয়েছিল ইসরাইলে, সেখানে ২০০৮-০৯ অর্থবছরে ২৪ হাজার মার্কিন ডলারের বাংলাদেশী পণ্য,

 ২০০৯-১০ অর্থবছরে ১৭ হাজার ৮৬১ ডলারের পণ্য এবং বিগত ২০১০-১১ অর্থবছরে ৩০ হাজার ৫৪৫ মার্কিন ডলারের শুধু বাংলাদেশী গার্মেন্টসই রফতানি হয়েছে ইসরাইলে। যার মধ্যে নীট গার্মেন্টস ২৫ হাজার ৩৮৪ ডলার এবং ওভেন গার্মেন্টস ৫ হাজার ১৬১ ডলার। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশী হোম টেক্সটাইল ও হিমায়িত চিংড়িও যাচ্ছে সেখানে। গত এক বছরের ব্যবধানে ইসরাইলে বাংলাদেশী নীট গার্মেন্টস রফতানি বেড়েছে প্রায় সাড়ে ৭শ’ শতাংশ এবং ওভেন গার্মেন্টস বেড়েছে ৫১ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরো বিস্তারিত থাকছে ভিডিওতে- 

মার্চ ১০, ২০১৮
নতুন পরিচয়ে বাংলাদেশ | বিশ্বজুড়ে বাংলাদেশের জয়জয়কার !! নতুন মোড়কে বাংলাদেশ !! Bangladesh Development


অবশেষে  স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের (ডেভলপিং কান্ট্রি) কাতারে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ; বিশ্বে পেতে যাচ্ছে নতুন পরিচিতি। অর্থনীতি ও সামাজিকভাবে এই ২০১৮ সালের মার্চে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি।


উন্নয়নশীল দেশ বা ‘ডেভলপিং কান্ট্রি’ হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ তা অর্জন করেছে। জাতিসংঘের মূল্যায়নের ভিত্তিতে নানা আনুষ্ঠানিকতা শেষে এ ঘোষণা অবশ্য কার্যকর হবে ২০২৪ সালে।

বিশ্বের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল তিনটি বিষয় বিবেচনা করে বাংলাদেশকে এ ঘোষণা দেবে, যা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি হবে একটি বড় অর্জন। তবে মধ্যবর্তী এ সময়ে বাংলাদেশের এই অর্জন বা অগ্রগতি ধরে রাখতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। 
বিস্তারিত থাকছে  ভিডিওতে- 

]
মার্চ ১০, ২০১৮
বাংলাদেশ সেনবাহিনীতে সমরাস্ত্রে তুরষ্কের বাজিমাত !! নতুন করে যা ‍যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে 



এই রাডার গুলো বিশেষ ভাবে গ্রাউন্ড সার্ভেলয়ান্স এবং বর্ডার এরিয়াতে প্রতিবেশী দেশের মুভমেন্ট পর্যবেক্ষন করতে বিশেষ ভাবে ব্যবহার করা হয়। 

এছাড়া এই রাড়ার গুলো ম্যানপোর্টেবল এবং সহজে বহন যোগ্য বিধায় প্রেট্রল মিশন এপিসি বা লাইট ইউটিলিটি গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে।

 সাধারন তো এই ধরনের রাডার প্রেট্রল গাড়িবহরের প্রথম যানে বসানো হয় যাতে প্রেট্রল টীম মুভমেন্ট এর সময় আসে পাশের এলাকায় কি ঘটছে তা আগেই জেনে যেতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।

বিস্তারিত জানতে ভিডিও দেখুন- 

মার্চ ১০, ২০১৮

বাংলাদেশ সীমান্তে বাঙ্কার খনন, কাঁটাতারের বেড়া নির্মাণ করছে মিয়ানমার

এবার বাংলাদেশকে ঠেকাতে নতুন পথে মিয়ানমার | লাইনআপে বিজিবি | সীমান্তে নতুন বাঙ্কার ও বেড়া নির্মাণ !! 

আন্তর্জাতিক আচরণবিধি লঙ্ঘন করে মিয়ারমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশীপের কাছে তাউং পিও লেতউই এলাকায় বাঙ্কার খনন করছে মিয়ানমার সেনাবাহিনী। এ ছাড়াও সীমান্ত এলাকায় কাঁতাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। এলাকাটি তামব্রু নামে পরিচিতি, বাংলাদেশের বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়ন সংলগ্ন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুমব্রুর কোনারপাড়া, চাকমাপাড়া থেকে শুরু করে সীমান্তের বিশাল অংশের কোথাও কোথাও নতুনভাবে দুই স্তরে কাঁটাতারের বেড়া দিচ্ছে মিয়ানমার। আর এ কাজে সাদা পোশাকের আড়ালে যোগ দিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। আবার কোথাও চলছে কাঁটাতারের বেড়ার ওপর গোলাকার পেঁচানো তার বসানোর কাজ। নির্মাণকাজে নিয়োজিত সেনা সদস্যদের দেখভাল করার জন্য নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনীর পেট্রল দলের সদস্যরা।
বিস্তারিত ভিডিওতে- 


শনিবার, ৩ মার্চ, ২০১৮

মার্চ ০৩, ২০১৮

কড়া জবাবে মিয়ানমার !!  সেনা সমাবেশের পক্ষে সাফাই মিয়ানমার !! Bangladesh Myanmar Border Security

বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েনের পক্ষে মিয়ানমারের সাফাই

অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার। শুক্রবার (২ মার্চ) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পক্ষ থেকে এ কথা জানানো হয়। বাসস’র খবর।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিবির ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আহসান খান এ কথা জানান।
এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শূন্যরেখার মৈত্রী সেতু সংলগ্ন পয়েন্টে বাংলাদেশের অভ্যন্তরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিস্তারিত থাকছে ভিডিওতে
মার্চ ০৩, ২০১৮
পারমাণবিক ক্লাবে বাংলাদেশ | একই কাতারে বাংলাদেশ রাশিয়া ও ভারত | রাশিয়া বাংলাদেশের দিন | AOW News |


বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণে ভারত-রাশিয়ার চুক্তি


বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের জন্য বৃহস্পতিবার (১ মার্চ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ভারত, রাশিয়া ও বাংলাদেশ। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি তৈরি করবে রাশিয়ার রাষ্ট্রীয় অ্যাটমিক এনার্জি কর্পোরেশান রোসাটোম এবং নির্মাণ, স্থাপন এবং প্রকল্পের অবকাঠামোর ব্যাপারে সহায়তা করবে ভারতের নিউক্লিয়ার কর্পোরেশান অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রোসাটোমের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর ইন্টারন্যাশনাল রিলেশান্স নিকোলাই স্পাস্কি, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম সাইফুল হক এবং রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন।
বিস্তারিত ভিডিওতে- 


মার্চ ০৩, ২০১৮
মিয়ানমার ও বাংলাদেশ সম্পর্ক !! ভারত নির্ভরতা কমাবে মিয়ানমার !! অর্থনীতিতে নতুন সম্ভাবনা | AOW News |

বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার। যা বার্মা নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বাংলাদেশের অনেক মানুষ জীবিকার সন্ধানে বার্মায় যাতায়াত করতেন। 

তখন থেকেই বার্মার সঙ্গে এ দেশের মানুষের একটা অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে উঠে। ভারত বাদে একমাত্র মায়ানমারের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। ২৭১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ভূকৌশলগত কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যোগাযোগের জন্য স্থলপথে মিয়ানমারকেই বাংলাদেশ ব্যবহার করতে পারে। মায়ানমারের মধ্য দিয়েই সড়ক যোগাযোগ তৈরি করা সম্ভব। হতে পারে সম্পর্ক এবং সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত।

বিস্তারিত ভিডিওতে দেখুন- 

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

মার্চ ০২, ২০১৮

ঢাকার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার !! যেভাবে ঘটনাগুলো সংঘঠিত হচ্ছে !! সীমান্ত উত্তেজনা 

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর সীমান্তে বিজিপি’র গুলি

বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলার তমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী ফাঁকা গু‌লিবর্ষণ করেছে। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটল।
বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তমব্রু কোনাপাড়া সীমা‌ন্তে গু‌লি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী (বিজিপি)। সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া প্রায় সাত হাজার রো‌হিঙ্গাদের ভয়ভীতি দেখাতেই বি‌জি‌পি এই ঘটনা ঘটায়। এ ঘটনার পর সেখানে রো‌হিঙ্গাসহ সীমান্ত অঞ্চলের বা‌সিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বি‌জি‌বি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।

বিস্তারিত ভিডিওতে- 



মার্চ ০২, ২০১৮
সাড়াশি অভিযান শুরু মিয়ানমারের, ছুড়ছে গুলি | পালায়ন স্থানীয় বাসিন্দাদের, সমস্যা ঘনীভূত হচ্ছে সীমান্তে

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঢুকে হামলা ,পতাকা বৈঠকেও কোন সাড়া মেলেনি

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঢুকে হামলা ও ফাঁকা গুলিবর্ষণ করেছে মিয়ানমার সেনাবাহিনী। পরে রোহিঙ্গাদের প্রতিরোধের মুখে পিছু হটে দেশটির সেনাসদস্যরা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা আরো বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ানমারের সেনাসদস্যরা কাঁটাতারের বেড়া অতিক্রম করে জিরো লাইনে আসতে চাইলে রোহিঙ্গারা বাধা দেন। এ সময় তারা কাঁটাতারের বেড়ার কাছে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে আতঙ্কিত বেশ কিছু রোহিঙ্গা পরিবার জিরো লাইন ছেড়ে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেয়।

বিস্তারিত ভিডিওতে- 


মার্চ ০২, ২০১৮
বাংলাদেশ বনাম মিয়ানমার | যুদ্ধ প্রসঙ্গ ও বাস্তবতা | সামরিক প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা | AOW News |

সামরিক হামলা প্রতিরোধে কতটুকু সক্ষম বাংলাদেশ ??



 মিয়ানমার রাষ্ট্র টির কলকাঠি দীর্ঘ দিন সামরিক নেতাদের হাতে থাকায় এরা একটু সংঘাত প্রবণ জাতীতে রূপলাভ করেছে। বহুবার তারা বাংলাদেশ এর সাথে ঝামেলা করেছে এবং প্রতিবার ই নিজের ক্ষতিসাধন এর মাধ্যমে হয় পিছু হটেছে নয়তো সমঝোতায় এসেছে। 

সংখ্যা ও মিলিটারি ইকুইপমেন্ট এর দিক থেকে মায়ানমার সামরিক বাহিনীও এগিয়ে আমাদের চেয়ে, এর প্রধান কারণ সামরিক শাসনের মদ্ধ্যদিয়ে দেশটির অগ্রযাত্রা। তবে উন্নত প্রশিক্ষণ ও অত্যাধুনিক মিলিটারি স্কিল থেকে তারা বাংলাদেশ চাইতে পিছিয়ে আছে অনেকটাই, এর প্রধান কারন দেশটির উপর দীর্ঘ দিনের সামরিক, বেসামরিক ও বাণিজ্যিক অবরোধ।


 যেখানে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকেই পৃথিবীর বহু দেশের সাথে নিয়মিত প্রতিবছর যৌথ-সামরিক মহড়া ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকায় প্রচুর সামরিক কৌশলগত জ্ঞানলাভ করেছে সেখানে মায়ানমার বেশ অনেকটাই পিছিয়ে অবরোধের ফলে।

বিস্তারিত থাকছে ভিডিওতে-


বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

মার্চ ০১, ২০১৮
বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমার !! আটক করেছে বিজিবি !! সীমান্তে উত্তেজনা চরমে !! Bangladesh Myanmar |


টেকনাফে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমার কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।


জানা যায়, ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং সীমান্তে অস্ত্রসহ তাদের আটক করে বিজিবি। সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্যকে হন্তান্তর করা হয়।

বিস্তারিত ভিডিওতে- 

মার্চ ০১, ২০১৮
সীমান্তে আবারো যুদ্ধাবস্থা !! প্রস্তুত মিয়ানমার !! আঙ্গুল চুষছে বাংলাদেশ ?? Bangladesh-Myanmar |

সীমান্তের দেড়শ’ গজের মধ্যে মিয়ানমারের সেনা সমাবেশ, সতর্ক বিজিবি


তমব্রু সীমান্তে নিজেদের অংশে প্রায় দেড়শ’ গজের মধ্যে ভারী অস্ত্রসহ মিয়ানমারের অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স অ্যান্ড ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক। 
বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিজিবির সদর দফতর পিলখানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক। 
তিনি আরও জানান, জরুরি পতাকা বৈঠক আহ্বানের পাশাপাশি মিয়ানমারের অতিরিক্ত সৈন্য মোতায়েনের ঘটনায় বিজিবি প্রতিবাদ পাঠিয়েছে।
বিস্তারিত ভিডিওতে- 

মার্চ ০১, ২০১৮
চীন-ভারত অর্থনৈতিক যুদ্ধে হতভাগা বাংলাদেশ !! যেভাবে দুই পরশক্তিকে সামাল দিচ্ছে বাংলাদেশ !! AOW News


ঢাকা স্টক এক্সচেঞ্জে চীন-ভারত অর্থনৈতিক ছায়াযুদ্ধ

গত সপ্তাহে মনে হয়েছিল, চীন নিশ্চিতভাবেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চীনা দরপত্র নিয়ে মারাত্মক কিছু আপত্তি উত্থাপন করায় ওই নিশ্চিত অবস্থানটি বহাল থাকেনি। 

এসইসি দাবি করেছে, চীনা কনসোর্টিয়মের প্রস্তাবটি বাংলাদেশের বিধিবিধানের পরিপন্থী। তবে জনসাধারণ কূটনীতি ও অর্থ উভয়টিই হিসাবে রেখে ছায়াযুদ্ধ ধরে নিয়েছে। ফলে বিষয়টি কেবল সর্বোচ্চ দরদাতার সাথে সম্পর্কিত নয়, বরং কূটনৈতিক চাপও জড়িত রয়েছে। এটি আসলে ছোট অবয়বে ভারত-চীন মুষ্টিযুদ্ধ ম্যাচ, মাঝখানে পড়ে আছে কিছুটা হতভাগা বাংলাদেশ।


বিস্তারিত থাকছে ভিডিওতে-