AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

bd navy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bd navy লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ১৯, ২০১৮
বীরের বেশে বাংলাদেশ !! বাংলাদেশের যুদ্ধ জাহাজের অসীম কীর্তি লেবাননে !! BD Navy WarShip Ali Haidar & Nirmul |


লেবাননের ভূ-মধ্যসাগরে ৪ বছর দায়িত্ব পালন শেষে ফিরল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'আলী হায়দার' ও 'নির্মূল'। মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শেষে জাহাজ দুটি রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর নেভাল জেটিতে এসে পৌঁছে।

২০১৪ সালের মে মাসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি লেবানন যায়। জাতীয় সংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন শেষে লেবানন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ৭ জানুয়ারি। 



প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশে এসে পৌঁছে।

নেভাল জেটিতে পৌঁছলে যুদ্ধজাহাজ দুটি ও জাহাজে থাকা নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

এ সময় নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জাহাজে থাকা কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী সূত্রে জানা যায়, জাতিসংঘ মিশনে যোগদানের পর থেকে যুদ্ধজাহাজ দুটি লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে।

লেবাননে থাকাকালীন ৪ বছরে নৌবাহিনীর ১১৪০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন।

লেবাননের স্থিতিশীলতা ও জলসীমার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত বছরের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যানকন-৮ এর মেডেল প্যারেডে জাহাজ দুটির ২৭০ জন নৌ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক দেওয়া হয়।
জাহাজ ২টি আন্তর্জাতিক মেরিটাইম টাস্কফোর্সের অধীনে উন্নত বিশ্বের অন্যান্য দেশের জাহাজের সঙ্গে নিয়মিত শান্তিরক্ষা টহল ও বিভিন্ন আভিযানিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 

এতে অন্যান্য দেশের নৌবাহিনী সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত দক্ষতা বেড়েছে। এ ছাড়া যুদ্ধজাহাজ দুটি ভূ-মধ্যসাগরে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। 

পাশাপাশি মিশন কার্যক্রমে অংশ নিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

Watch Bangladesh Navy Video Here.