Sri Lankan Muslim
মার্চ ১৩, ২০১৮
বৌদ্ধদের ‘সন্ত্রাসী’ বললেন শ্রীলংকার প্রতিরক্ষা বাহিনী প্রধান
শ্রীলংকার প্রতিরক্ষা বাহিনী প্রধান এডমিরাল রবীন্দ্র বিজেগুনারত্নে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে বলেছেন যে সংঘাতের সময় তারা ছিলো সেনাবাহিনীর ‘ইন্টেলিজেন্স’। অন্যদিকে মুসলমানদের ওপর হামলার সঙ্গে জড়িত বৌদ্ধদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
বিজেগুনারত্নে ক্যান্ডিতে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে হামলারও নিন্দা করেছেন।
এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী প্রধান বলেন যে গত এক সপ্তাহ ধরে একদল সংঘবদ্ধ উশৃঙ্খল সিনহলি জনতা মুসলিমাদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে। এরা আগ্নেয়াস্ত্র বহন না করলেও ধারালো অস্ত্র বহন করছে এবং আইন ভঙ্গ করে মুসলমান ও মুসলমাদের সম্পত্তির ওপর হামলা করছে।
বিস্তারিত থাকছে ভিডিওতে-