AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

ভারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ২৭, ২০১৮

ভারতের সাথে যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ ?? কড়া কৈফিয়ত চাইবে ঢাকা !! 



চীনকে সাহায্য করতে পাকিস্তানের কল্পিত প্রক্সিযুদ্ধে বাংলাদেশ জড়িত বলে ভারতীয় সেনা প্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সরকার তার ব্যাখ্যা চাইতে পারে ভারতের কাছে। ঢাকার কর্মকর্তারা স্থানীয় ইংরেজি দৈনিক নিউ এজ-কে এ কথা বলেন।


ভারতের বিরুদ্ধে প্রক্সিযুদ্ধে বাংলাদেশ জড়িত বলে জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করার পর বাংলাদেশ ভারত সীমান্তের দু’দিকেই টানাপোড়ন তৈরি হয়েছে। এই মন্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেন অনেকে।


বিষয়টি নিয়ে এখনই নয়া দিল্লির সঙ্গে ঢাকার কথা বলা উচিত !  বিস্তারিত ভিডিওতে..

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ২৬, ২০১৮
আসাম নিয়ে ভারত-বাংলাদেশের কাড়াকাড়ি- উষ্কে দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। 

আসাম দখল করতে চায় বাংলাদেশ !! মন্তব্য বিপিন রাওয়াতের। 



ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লাখ লাখ মানুষ যখন তারা নাগরিক না বিদেশী তা জানার জন্য উদ্বেগের সাথে অপেক্ষা করছে, তখন দেশটির সেনাপ্রধান এই বলে রাজনৈতিক গ্রেনেড নিক্ষেপ করেছেন যে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীরা আসলে চীনের সমর্থনে পাকিস্তানের পরিকল্পিত ছায়া যুদ্ধ করছে।

বুধবার সেনাপ্রধান বাংলাদেশ থেকে অব্যাহত জনসংখ্যার আগমনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এটি হলো চীনের সহায়তায় পাকিস্তানের ছায়াযুদ্ধ।

জেনারেল রাওয়াত নয়া দিল্লিতে ‘নর্থ ইস্ট রিজিয়ন অব ইন্ডিয়া- ব্রিজিং গ্যাপ অ্যান্ড সিকিউরিং বর্ডার্স’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে ওই মন্তব্য করেছিলেন। এতে নিরাপত্তা এস্টাবলিশমেন্টের সিনিয়র ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত পুরো ভিডিওতে--(ক্লিক করুন)
 অথবা,



01. কলকাতা দখলে বাংলাদেশ !! ত্রিপুরা বাংলাদেশের নতুন রাজ্য !! ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ !!-ভিডিও দেখুন
02. যে কারণে বাংলাদেশের হাতছাড়া আসাম-ত্রিপুরা-পশ্চিমবঙ্গ ও আরাকান !!- ক্লিক করুন

ফেব্রুয়ারী ২৬, ২০১৮

চীনকে রুখতে গিয়ে নিজের পাড়ে কুড়াল ভারতের !! যেভাবে চীনের কাছে প্রতিনিয়তই...

চীনকে রুখতে গিয়ে নিজের পাড়ে কুড়াল ভারতের !! যেভাবে চীনের কাছে প্রতিনিয়তই হারে চলেছে ভারত !!

চীনা পণ্যের বিরুদ্ধে বাণিজ্য কৌশলের কারণে ভারত নিজেই ফাঁদে পড়বে


০১৮ সালের প্রথম দুই মাস ভারতে চীনা পণ্যের প্রসার ঠেকাতে বেশ কিছু বাণিজ্যিক ব্যবস্থা নিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটি তাদের প্রধান বাণিজ্য সহযোগী চীনের বিরুদ্ধে পশ্চাদপদ আচরণ অব্যাহত রেখেছে, যেটা চীনের বিরুদ্ধে তাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য শেষ পর্যন্ত কেবল ক্ষতিকরই হবে।

ভারতের দরজাগুলো যখন বিশ্বের কাছে উন্মুক্ত করে দেয়া দরকার, তখন যদি নয়াদিল্লী অন্যের উপদেশ কানে না নেয়, তাহলে চীনের বিপরীতে উৎপাদনকারী শক্তি হিসেবে উত্থানের তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে।

বিস্তারিত ভিডিওতে--


সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ১৯, ২০১৮
মোদী’জি কার পক্ষে ?? নাকি সব স্বার্থের খেলা ?? ফিলিস্তিন কি প্রতারণা স্বীকার ??

ফিলিস্তিন সংকট। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে চলমান অমীমাংসিত ইস্যুগুলোর একটি। বলা যায়, ইসরায়েলি দখলদারি আর যুক্তরাষ্ট্রের একচোখা নীতির কারণে জিইয়ে রয়েছে এই সংকট। 

এমন দেশ খুঁজে পাওয়া কঠিন, যে দেশ দখলদার ইসরায়েল ও নিপীড়িত ফিলিস্তিন—দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ব্যস্ত। আপাতদৃষ্টিতে যেন সেই কাজই করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কারও পক্ষে বিবদমান দুই গোষ্ঠীরই প্রকৃত বন্ধু হওয়া কি সম্ভব?

গত সপ্তাহেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করেন মোদি। এই সফরে তিনি রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন। মোদিকে ‘মহান অতিথি’ হিসেবে অভিহিত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভারতের সমর্থন চান আব্বাস। 

মোদিও ঘোষণা দেন, নয়াদিল্লি খুব শিগগির স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। তিনি টুইট করেন, ‘ভারত-ফিলিস্তিনের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। প্রযুক্তি, অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ নানা খাতে ভারত-ফিলিস্তিনের পারস্পরিক যে সহযোগিতা চলছে, তাতে আমি আনন্দিত।’



এই মোদিই সাত মাস আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। সেখানে দেওয়া ভাষণে মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্ধু সম্বোধন করেন। বলেন, ‘বন্ধুত্ব শুধু আমাদের দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, মোদি-নেতানিয়াহুরও রয়েছে বন্ধুত্বের সম্পর্ক।’ 

এর ধারাবাহিকতায় গত মাসে ভারত সফর করেন নেতানিয়াহু। তিনি ভারতকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলে অভিহিত করেন। প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি, কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতার জন্য সমঝোতা হয় ‘দুই বন্ধুর’।


ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পর ভারত ফিলিস্তিনকেও গুরুত্ব দিচ্ছে—এর আরেকটি কারণ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ভারতের। এটা পেতে হলে জাতিসংঘের সংস্কার প্রয়োজন।

এই সংস্কারের জন্য বিশ্ব সম্প্রদায়ের সমর্থন দরকার। এই সমর্থন পেতে নয়াদিল্লিকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে হবে। এটাও প্রমাণ করতে হবে—
আন্তর্জাতিক আইন-রীতির, শৃঙ্খলা, মানবিকতার প্রতি নয়াদিল্লির অকুণ্ঠ সমর্থন রয়েছে। সেই দিক বিবেচনায় ফিলিস্তিনকে সমর্থন দিতেই হবে মোদির।
ভিডিওতে আরো বিস্তারিত থাকছে..