Syria
মার্চ ০১, ২০১৮
মৃত্যুর অপেক্ষায় ক্লান্ত সিরীয়রা বলছেঃ ‘আমাদের তাড়াতাড়ি মেরে ফেল’
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গোলার আঘাতে মৃত্যু এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। হররোজ বিমান হামলা আর কামানের গুলি।
প্রতিনিয়তই মরছে শিশু বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষ। যারা মরছেন তার একরকম বেঁচে যাচ্ছেন। কিন্তু যারা এখনও বেঁচে আছেন, মৃত্যুর জন্য প্রহর গুনছেন তারা। যেকোনো সময় সামনে চলে আসতে পারে জীবনের অন্তিম মুহূর্ত।
মৃত্যুর অপেক্ষায় থাকতে থাকতে সিরীয়রা যেন ক্লান্ত পড়েছে। মৃত্যু বাঁচতে ভবনের নিচ তলায় আশ্রয় নিচ্ছে অনেকেই। নরককু- পালানোর একটুখানি প্রচেষ্টা।
বিস্তারিত থাকছে ভিডিওতে-