AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

রবিবার, ৬ আগস্ট, ২০১৭

রিমান্ডে তুফানের সাইজ করায় সর্ব মহলে মিস্টি বিতরণ !! তুফানের ছিলো নির্য...





বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং মাসহ ওই ছাত্রীকে নির্যাতনের মামলায় তুফান সরকার এবং তার স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যাম সুন্দর রায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।
 
ওই মামলায় গ্রেফতাকৃত মাথা ন্যাড়া করা নাপিত জীবন কুমার তার দোষ স্বীকার করে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নতুন করে রিমান্ডে নেওয়া চারজনের মধ্যে তুফান সরকার ও তার সহযোগী মুন্না শেখের দুইদিন করে এবং তুফানের স্ত্রী আশা খাতুন ও শাশুড়ি রুমি বেগমের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন