বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং মাসহ ওই ছাত্রীকে নির্যাতনের মামলায় তুফান সরকার এবং তার স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যাম সুন্দর রায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।
ওই মামলায় গ্রেফতাকৃত মাথা ন্যাড়া করা নাপিত জীবন কুমার তার দোষ স্বীকার করে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নতুন করে রিমান্ডে নেওয়া চারজনের মধ্যে তুফান সরকার ও তার সহযোগী মুন্না শেখের দুইদিন করে এবং তুফানের স্ত্রী আশা খাতুন ও শাশুড়ি রুমি বেগমের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন