অনলাইন ডেস্ক |
প্রকাশ : ০৭ আগস্ট, ২০১৭ ১৮:২৫:৫৫ | অাপডেট: ০৭ আগস্ট, ২০১৭ ২০:৫৫:১৬
রুবির ভিডিও বার্তা নিয়ে সালমান শাহ'র মায়ের ফেসবুক স্ট্যাটাস
ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি,
তাকে খুন করা হয়েছে- এক নারীর একটি ভিডিও বার্তার পর সালমান শাহ'র মা নীলা
চৌধুরী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি রুবি সুলতানা নামের ওই নারীর স্বীকারোক্তি দেখার জন্য
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দেশের সব টিভি চ্যানেলগুলোকে ওই
'স্বীকারোক্তি' প্রচারের অনুরোধ করেছেন তিনি।
সালমান শাহ'র মা নিজের ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন।’
সালমান শাহ'র মা নিজের ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান, বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন