AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

প্রতিবেশী’কে পাশ কাটিয়ে নেপাল-বাংলাদেশ শক্তিশালী সম্পর্ক !! Nepal-Bangladesh Relation | AOW News |

বাংলাদেশ ও নেপালের মধ্যে কানেকটিভিটি জোরদার করে সর্বোচ্চ বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা হাসিলের জন্য কূটনীতিক, বিশেষজ্ঞ ও কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন।
ঢাকায় নেপাল-বাংলাদেশ বিজনেস ফোরামের (এনবিবিএফ) এর দ্বিতীয় সম্মেলনে তারা এই আহ্বান জানান।

 ‘বিয়ন্ড বাইলেটেরালিজম: কোঅপারেশন ফর প্রসপারিটি’ শীর্ষক ওই সম্মেলনে বাংলাদেশ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ও নেপালের মধ্যে মসৃণ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চকরণের ওপর জোর দেন।

বিস্তারিত থাকছে ভিডিওতে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন