আসাম নিয়ে ভারত-বাংলাদেশের কাড়াকাড়ি- উষ্কে দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত।
আসাম দখল করতে চায় বাংলাদেশ !! মন্তব্য বিপিন রাওয়াতের।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লাখ লাখ মানুষ যখন তারা নাগরিক না বিদেশী তা জানার জন্য উদ্বেগের সাথে অপেক্ষা করছে, তখন দেশটির সেনাপ্রধান এই বলে রাজনৈতিক গ্রেনেড নিক্ষেপ করেছেন যে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীরা আসলে চীনের সমর্থনে পাকিস্তানের পরিকল্পিত ছায়া যুদ্ধ করছে।
বুধবার সেনাপ্রধান বাংলাদেশ থেকে অব্যাহত জনসংখ্যার আগমনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এটি হলো চীনের সহায়তায় পাকিস্তানের ছায়াযুদ্ধ।
জেনারেল রাওয়াত নয়া দিল্লিতে ‘নর্থ ইস্ট রিজিয়ন অব ইন্ডিয়া- ব্রিজিং গ্যাপ অ্যান্ড সিকিউরিং বর্ডার্স’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে ওই মন্তব্য করেছিলেন। এতে নিরাপত্তা এস্টাবলিশমেন্টের সিনিয়র ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত পুরো ভিডিওতে--(ক্লিক করুন)
অথবা,
01. কলকাতা দখলে বাংলাদেশ !! ত্রিপুরা বাংলাদেশের নতুন রাজ্য !! ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ !!-ভিডিও দেখুন
02. যে কারণে বাংলাদেশের হাতছাড়া আসাম-ত্রিপুরা-পশ্চিমবঙ্গ ও আরাকান !!- ক্লিক করুন
আসাম দখল করতে চায় বাংলাদেশ !! মন্তব্য বিপিন রাওয়াতের।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লাখ লাখ মানুষ যখন তারা নাগরিক না বিদেশী তা জানার জন্য উদ্বেগের সাথে অপেক্ষা করছে, তখন দেশটির সেনাপ্রধান এই বলে রাজনৈতিক গ্রেনেড নিক্ষেপ করেছেন যে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীরা আসলে চীনের সমর্থনে পাকিস্তানের পরিকল্পিত ছায়া যুদ্ধ করছে।
বুধবার সেনাপ্রধান বাংলাদেশ থেকে অব্যাহত জনসংখ্যার আগমনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এটি হলো চীনের সহায়তায় পাকিস্তানের ছায়াযুদ্ধ।
জেনারেল রাওয়াত নয়া দিল্লিতে ‘নর্থ ইস্ট রিজিয়ন অব ইন্ডিয়া- ব্রিজিং গ্যাপ অ্যান্ড সিকিউরিং বর্ডার্স’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে ওই মন্তব্য করেছিলেন। এতে নিরাপত্তা এস্টাবলিশমেন্টের সিনিয়র ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত পুরো ভিডিওতে--(ক্লিক করুন)
অথবা,
01. কলকাতা দখলে বাংলাদেশ !! ত্রিপুরা বাংলাদেশের নতুন রাজ্য !! ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ !!-ভিডিও দেখুন
02. যে কারণে বাংলাদেশের হাতছাড়া আসাম-ত্রিপুরা-পশ্চিমবঙ্গ ও আরাকান !!- ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন