ভারত ছাড়া বাংলাদেশ অচল !! ভারতের উপর কতটুকু নির্ভরশীল বাংলাদেশ? Bangladesh Depends on India |
বাংলাদেশের অধিকাংশ মানুষ ভেবে থাকে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ অচল। এক মাস বর্ডার বন্ধ হয়ে গেলে বাংলাদেশ না খেয়ে মরবে। ও হ্যা। ইন্ডিয়ার কিছু মানুষ ও সেটাই ভাবে। সোশাল মিডিয়ার বদৌলতে এরকম অনেক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। আসুন জেনে নেই বাস্তবতা।
১. বিশ্বে কোন দেশ সয়ংসম্পুর্ন না। আর এজন্যই আমদানি এবং রপ্তানী উৎপত্তি। ঘাটতি থাকলে বিদেশ থেকে আমদানি করে মেটাতে হয়। আর নিজের দেশের উপার্জনের জন্য রপ্তানি করা লাগে। আর ট্রেডে ব্যাল্যান্স রাখতে গেলে আমদানি রপ্তানি দুইটার ভারসাম্য রক্ষা করতে হয়। ইন্ডিয়া বা বাংলাদেশের মত থার্ড ওয়ার্ল্ড দেশের জন্য রপ্তানি খুবই গুরুত্ববহ। একারনেই বিদেশের বাজার খুজতে হন্যে হয়ে উঠেপড়ে লেগেছে বিভিন্ন দেশ।
প্রতিযোগিতার বাজারে উৎস এখন অনেক। সবাই তাদের বেস্ট প্রডাক্ট অফার করে নিজেদের রপ্তানি বাজার ধরে রাখতে চাই। মুক্ত বাজার অর্থনীতি এখন বাজারকে সারা বিশ্বে উন্মুক্ত করে দিয়েছে। আর এই বাজারে নিজের রপ্তানি বাজার ধরে রাখায় সবথেকে বড় চ্যালেঞ্জ।
বিস্তারিত থাকছে ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন