AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শনিবার, ১৭ মার্চ, ২০১৮

সাব্বাস বাংলাদেশ !! যে অভিশাপ কাটিয়ে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ !! Developing Country Bangladesh 


আগুন ঝরা স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল মার্চ মাসে৷ আর সেই ঐতিহাসিক মার্চেই এল সুখবর৷ পাকিস্তানি শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জনের চার দশক পর অবশেষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সারিতে ওঠার ছাড়পত্র পেল বাংলাদেশ৷ এর জন্য যে সব শর্ত পূরণ করতে হবে তা দাখিল করার স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ৷
এমন এক দিনে এই বার্তা এসেছে, যখন বাংলাদেশ পালিত হচ্ছে ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস৷ সেই দিনেই পদ্মা-কর্ণফুলী বিধৌত বৃহত্তর বাঙালি জাতি জানতে পারলেন তাঁরা এখন গরীব দেশের তকমা ছেড়ে উন্নয়নশীল দেশের তকমাভুক্ত হচ্ছেন৷ স্বাভাবিকভাবেই লেগেছে খুশির ছোঁয়া৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷
বিস্তারিত থাকছে ভিডিওতে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন