সাড়াশি অভিযান শুরু মিয়ানমারের, ছুড়ছে গুলি | পালায়ন স্থানীয় বাসিন্দাদের, সমস্যা ঘনীভূত হচ্ছে সীমান্তে
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঢুকে হামলা ,পতাকা বৈঠকেও কোন সাড়া মেলেনি
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ঢুকে হামলা ও ফাঁকা গুলিবর্ষণ করেছে মিয়ানমার সেনাবাহিনী। পরে রোহিঙ্গাদের প্রতিরোধের মুখে পিছু হটে দেশটির সেনাসদস্যরা। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা আরো বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ানমারের সেনাসদস্যরা কাঁটাতারের বেড়া অতিক্রম করে জিরো লাইনে আসতে চাইলে রোহিঙ্গারা বাধা দেন। এ সময় তারা কাঁটাতারের বেড়ার কাছে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে আতঙ্কিত বেশ কিছু রোহিঙ্গা পরিবার জিরো লাইন ছেড়ে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেয়।
বিস্তারিত ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন