চীনা অস্ত্রের ভান্ডার বাংলাদেশে !! যেভাবে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ !! পাকিস্তান ও মিয়ানমার | চীন |
বিশ্বের পঞ্চম বৃহৎ অস্ত্র বিক্রেতা চীন। একই সঙ্গে দেশটি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোরও সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইন্সটিটিউটের রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।
২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে চীনের রফতানি করা অস্ত্রের ৩৫% গেছে পাকিস্তানে। বাংলাদেশে গেছে ১৯%। গত পাঁচ বছর ধরে ঢাকা তার প্রয়োজনীয় অস্ত্রের ৭১% চীন থেকে আমদানি করেছে, আর মিয়ানমার আমদানি করেছে ৬৮%।
বিশ্বের শীর্ষ পাঁচ অস্ত্র রফতানিকারী দেশ হলো যুক্তরাষ্ট্র (বিশ্বের ৩৫% অস্ত্র রফতানি হয় এই দেশ থেকে), রাশিয়া (২২%), ফ্রান্স, জার্মানি ও চীন। এই পাঁচ দেশ মিলে বিশ্বের ৭৪ শতাংশ অস্ত্র রফতানি করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন