AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শনিবার, ১০ মার্চ, ২০১৮

তুরস্কের কাছে ৫০০ পাইলটবিহীন ড্রোন কিনলো বাংলাদেশ



তুরস্কের পাইলট বিহীন বিমান প্রস্ততকারী ‘ড্রোনমার্ক’ নামের একটি কোম্পানি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ৫০০ পাইলট বিহীন বিমান ক্রয় করেছে।
কোম্পানির প্রধান বলেন, তাদের কোম্পানির তৈরি বিমান সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী। এ বিমান অনুসন্ধান, পর্যবেক্ষন ও ট্র্যাকিং এর মতো বিভিন্ন সামরিক কাজ সম্পন্ন করতে পারে।
তিনি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী কোম্পানির সাথে যোগাযোগ করে ৫০০ ড্রোনের অর্ডার দেয় এবং সহজে উৎক্ষেপনের জন্য এর মিনি ভার্সনের চয়েস করে।
তিনি আরো জানান, আমরা এখনো কিছু ইলেক্ট্রিক পার্টস আমদানি করি কিন্তু বিমানের সকল প্রযুক্তি ও প্রোগ্রাম তুরস্কের তৈরি।
বিস্তারিত থাকছে ভিডিওতে- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন