AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

রবিবার, ১১ মার্চ, ২০১৮

বাংলাদেশের বহরে যুক্ত হতে যাওয়া নতুন লাইট ব্যাটল ট্যাংক – VT-5

গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ এর নতুন লাইট ট্যাংক কেনার এর জন্য টেন্ডার ওপেন করা হয়। শুরু হতেই বাংলাদেশের পছন্দের তালিকায় রয়েছে চীনের ভিটি-৫। গত ফেব্রুআরি মাসে বাংলাদেশ হতে একটি প্রতিনিধি দল চীনে গিয়ে ভিটি-৫ লাইট ট্যাংক পরীক্ষা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সকল শর্তই চাইনিজ এ লাইট ট্যাংকটি পূরন করেছে। 

কিছু ছোটখাট মডিফিকেশন চাওয়া হয়েছে চীনের কাছে তাতে তেমন সমস্যা হবে না। এখনো অফিশিয়াল ঘোষনা আসে নি তবে যা বুঝা যাচ্ছে আপাতত ১ রেজিমেন্ট ( প্রায় ৫০ টা ট্যাংক) ক্রয় করে কিছু সময় গ্যাপ নিয়ে আবার ২ রেজিমেন্ট ক্রয় করে মোট ৩ রেজিমেন্ট ভিটি-৫ লাইট ব্যাটল ট্যাংক ক্রয় করা হবে।
সুতরাং,বলা যাচ্ছে যে বাংলাদেশের পরবর্তী লাইট ট্যাংক হতে চীনের তৈরি VT-5 লাইট ট্যাংক।এই ট্যাংকটি ডেভেলপ করেছে নরিনকো।সর্বপ্রথম এই ট্যাংকের ছবি প্রকাশ হয়েছিলো ২০১০ সালে।তবে চীন খুব গোপনীয়তার সাথে এই ট্যাংকটি ডেভেলপ করেছে।পরবর্তীতে ২০১৬ সালে এই ট্যাংকটি জনসম্মুখে প্রকাশিত হয়।
বিস্তারিত ভিডিওতে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন