বাংলাদেশের বহরে যুক্ত হতে যাওয়া নতুন লাইট ব্যাটল ট্যাংক – VT-5
গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ এর নতুন লাইট ট্যাংক কেনার এর জন্য টেন্ডার ওপেন করা হয়। শুরু হতেই বাংলাদেশের পছন্দের তালিকায় রয়েছে চীনের ভিটি-৫। গত ফেব্রুআরি মাসে বাংলাদেশ হতে একটি প্রতিনিধি দল চীনে গিয়ে ভিটি-৫ লাইট ট্যাংক পরীক্ষা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সকল শর্তই চাইনিজ এ লাইট ট্যাংকটি পূরন করেছে।
কিছু ছোটখাট মডিফিকেশন চাওয়া হয়েছে চীনের কাছে তাতে তেমন সমস্যা হবে না। এখনো অফিশিয়াল ঘোষনা আসে নি তবে যা বুঝা যাচ্ছে আপাতত ১ রেজিমেন্ট ( প্রায় ৫০ টা ট্যাংক) ক্রয় করে কিছু সময় গ্যাপ নিয়ে আবার ২ রেজিমেন্ট ক্রয় করে মোট ৩ রেজিমেন্ট ভিটি-৫ লাইট ব্যাটল ট্যাংক ক্রয় করা হবে।
সুতরাং,বলা যাচ্ছে যে বাংলাদেশের পরবর্তী লাইট ট্যাংক হতে চীনের তৈরি VT-5 লাইট ট্যাংক।এই ট্যাংকটি ডেভেলপ করেছে নরিনকো।সর্বপ্রথম এই ট্যাংকের ছবি প্রকাশ হয়েছিলো ২০১০ সালে।তবে চীন খুব গোপনীয়তার সাথে এই ট্যাংকটি ডেভেলপ করেছে।পরবর্তীতে ২০১৬ সালে এই ট্যাংকটি জনসম্মুখে প্রকাশিত হয়।
বিস্তারিত ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন