AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

কর্পোরেট দুনিয়ায় বাংলাদেশের নতুন যুগ      

একটা সময় ছিল যখন বাংলাদেশের বড় কোন প্রতিষ্ঠানে বাংলাদেশিরা সুযোগ পেত নিম্ন পদে। অধিকাংশ উচ্চপদ দখলে ছিল বিদেশিদের। এটাই যেন যুগ যুগের নিয়মে পরিণত হয়েছিল। বাংলাদেশিদের মেধার যোগ্য মূল্যায়নেও ব্যার্থ হয়েছে অনেক প্রতিষ্ঠান।

সময়ের আবর্তে তারুন্য তার মেধা, মনন, পরিশ্রম, প্রযুক্তির সাথে নিজেকে বদলে ফেলে কর্পোরেট জগৎকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে আমরাও পারি। বিশ্বাস করা কঠিন, আমাদের প্রতিবেশি দেশ ভারতে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর একজন বাংলাদেশি। 

জনাব জুনায়েদ আহমেদ গত বছর সেপ্টেম্বর থেকে ভারতে ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে গুরুত্বপূর্ন এই পদে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি জিম ইয়ং কিমের ওয়ার্ল্ড ব্যাংক টিমে চীফ অব স্টাফ পদের দায়িত্বে ছিলেন।

বিস্তারিত থাকেছে ভিডিওতে-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন