AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

মৃত্যুর অপেক্ষায় ক্লান্ত সিরীয়রা বলছেঃ ‘আমাদের তাড়াতাড়ি মেরে ফেল’


যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গোলার আঘাতে মৃত্যু এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। হররোজ বিমান হামলা আর কামানের গুলি।
প্রতিনিয়তই মরছে শিশু বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষ। যারা মরছেন তার একরকম বেঁচে যাচ্ছেন। কিন্তু যারা এখনও বেঁচে আছেন, মৃত্যুর জন্য প্রহর গুনছেন তারা। যেকোনো সময় সামনে চলে আসতে পারে জীবনের অন্তিম মুহূর্ত।
মৃত্যুর অপেক্ষায় থাকতে থাকতে সিরীয়রা যেন ক্লান্ত পড়েছে। মৃত্যু বাঁচতে ভবনের নিচ তলায় আশ্রয় নিচ্ছে অনেকেই। নরককু- পালানোর একটুখানি প্রচেষ্টা।
বিস্তারিত থাকছে ভিডিওতে- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন