বাংলাদেশি বিমান বাজেয়াপ্ত করছে ভারত
পার্কিং ফি না দিয়ে ভারতের ছত্তিশগড়ে রায়পুরের মানা বিমানবন্দরের পার্কিং বে -তে দীর্ঘ ৩ বছর ধরে দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থার বিমান বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিতে চলছে ভারত।
বিমানবন্দর সূত্রের খবর, বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারের ২২০ আসন বিশিষ্ট এই বিমানটি ২০১৫ সালে ঢাকা থেকে ওমানের রাজধানী মাসকট যাওয়ার পথে ইঞ্জিনের সমস্যায় জরুরি অবতরণ করে মানা বিমানবন্দরে। তারপর থেকেই বিমানটি রানওয়ের পাশে পার্কি বে-তে দাঁড়িয়ে আছে। ২০১৬ সাল একবার বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে মেরামত করার চেষ্টা করার পাশাপাশি বিমানটির ইঞ্জিন বদল করেও কোনো লাভ হয়নি। এতে ব্যর্থ হয় বিমানটিকে ফের উড়িয়ে বাংলাদেশে নিয়ে আসার সব চেষ্টা।
অভিযোগ রয়েছে, দীর্ঘ ৩ বছর ধরে পার্কি বে-তে থাকার কারণ বিমানটির পার্কিং ফি বাবদ বকেয়া টাকাও পরিশাধ করা হয়নি বিমান সংস্থাটির পক্ষ থেকে। ইতিমধ্যেই পার্কিং ফি বাবদ পাওনা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬০ লক্ষ রুপি। যা নিয়ে বার বার চিঠি দিয়েও কোনোও সদুত্তর পাওয়া যায়নি ইউনাইটেড এইয়্যারের তরফে। গত ৩০শে আগস্ট ২০১৬ ইউনাইটেড জানায়, আইনগত কিছু জটিলতার কারনে বিমানটিক উড়িয়ে বাইরে আনা সম্ভব নয়।
বিস্তারিত-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন