সবকিছু ছাড়িয়ে একই কাতারে চীন বাংলাদেশ ও মিয়ানমার !! বিদ্যুৎ বাণিজ্য তিন দেশের ঐক্যমত !! AOW News |
বিদ্যুৎ বাণিজ্যে একমত হয়েছে মিয়ানমার, চীন ও বাংলাদেশ
মিয়ানমার, চীন ও বাংলাদেশ শুক্রবার নেপিতোতে বিদ্যুৎ আমদানি-রফতানির ব্যাপারে ত্রিপক্ষীয় চুক্তির ব্যাপারে একমত হয়েছে।
বৈঠকে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য এবং এটি বাস্তবায়ন কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সহযোগিতার জন্য তিন দেশের বিদ্যুৎ গ্রিডের মধ্যে সংযোগ স্থাপনের ব্যাপারে আলোচনা হয়েছে।
তিন দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলে এটা জ্বালানি নিরাপত্তা বাড়াবে, বিদ্যুৎ সম্পদ ভাগাভাগি করা যাবে, অবকাঠামো উন্নয়ন, কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে তিন দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও বাড়বে। মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিস্তারিত ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন