AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

সোমবার, ১৯ মার্চ, ২০১৮

প্রতিবেশীর খবর করে দিতে বিমান বাহিনীর মহড়া !! কতটা শক্তিশালী বাংলাদেশ !! Bangladesh Air Force | 


বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ)’র বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০১৮’ শুরু হয়েছে। রোববার (১৮ মার্চ) বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে এ মহড়া শুরু হয়।
বাংলাদেশ আইএসপিআর জানায়, মহড়ায় বিমানবাহিনীর সব যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল (স্যাম) ইউনিটসহ বিমানবাহিনীর সব সদস্য অংশগ্রহণ করছে।
মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে ইন্টারসেপশনে অংশগ্রহণ করবে।
এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে নিজের আকাশসীমা রক্ষায় বিএএফ’র সামর্থ্য যাচাই ও অপারেশনাল এবিলিডি মূল্যায়ন।
দুর্বলতাগুলো চিহ্নিত করে তা দূর করতে যথাযথ শিক্ষাগ্রহণও এই মহড়ার উদ্দেশ্য।
বিস্তারিত থাকবে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন