AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শনিবার, ১০ মার্চ, ২০১৮

নতুন পরিচয়ে বাংলাদেশ | বিশ্বজুড়ে বাংলাদেশের জয়জয়কার !! নতুন মোড়কে বাংলাদেশ !! Bangladesh Development


অবশেষে  স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের (ডেভলপিং কান্ট্রি) কাতারে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ; বিশ্বে পেতে যাচ্ছে নতুন পরিচিতি। অর্থনীতি ও সামাজিকভাবে এই ২০১৮ সালের মার্চে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি।


উন্নয়নশীল দেশ বা ‘ডেভলপিং কান্ট্রি’ হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ তা অর্জন করেছে। জাতিসংঘের মূল্যায়নের ভিত্তিতে নানা আনুষ্ঠানিকতা শেষে এ ঘোষণা অবশ্য কার্যকর হবে ২০২৪ সালে।

বিশ্বের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল তিনটি বিষয় বিবেচনা করে বাংলাদেশকে এ ঘোষণা দেবে, যা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি হবে একটি বড় অর্জন। তবে মধ্যবর্তী এ সময়ে বাংলাদেশের এই অর্জন বা অগ্রগতি ধরে রাখতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। 
বিস্তারিত থাকছে  ভিডিওতে- 

]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন