AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শনিবার, ১০ মার্চ, ২০১৮

বাংলাদেশ সীমান্তে বাঙ্কার খনন, কাঁটাতারের বেড়া নির্মাণ করছে মিয়ানমার

এবার বাংলাদেশকে ঠেকাতে নতুন পথে মিয়ানমার | লাইনআপে বিজিবি | সীমান্তে নতুন বাঙ্কার ও বেড়া নির্মাণ !! 

আন্তর্জাতিক আচরণবিধি লঙ্ঘন করে মিয়ারমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশীপের কাছে তাউং পিও লেতউই এলাকায় বাঙ্কার খনন করছে মিয়ানমার সেনাবাহিনী। এ ছাড়াও সীমান্ত এলাকায় কাঁতাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। এলাকাটি তামব্রু নামে পরিচিতি, বাংলাদেশের বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়ন সংলগ্ন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুমব্রুর কোনারপাড়া, চাকমাপাড়া থেকে শুরু করে সীমান্তের বিশাল অংশের কোথাও কোথাও নতুনভাবে দুই স্তরে কাঁটাতারের বেড়া দিচ্ছে মিয়ানমার। আর এ কাজে সাদা পোশাকের আড়ালে যোগ দিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। আবার কোথাও চলছে কাঁটাতারের বেড়ার ওপর গোলাকার পেঁচানো তার বসানোর কাজ। নির্মাণকাজে নিয়োজিত সেনা সদস্যদের দেখভাল করার জন্য নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনীর পেট্রল দলের সদস্যরা।
বিস্তারিত ভিডিওতে- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন