পকেট খালি!! টাকার অভাবে দেউলিয়া ভারতীয় বিমানবাহিনী ?? অর্থসংকটে বিল মেটাতে হিমশিম ভারতীয় প্রতিরক্ষা
অর্থসঙ্কটে বিল মেটাতে পারছে না ভারতীয় বিমানবাহিনী
অর্থমন্ত্রণালয় থেকে যথেষ্ঠ বরাদ্দ না পাওয়ায় পূর্বে কেনা অস্ত্র ও সরঞ্জামের বিল মেটাতে পারছে পারছে না ভারতের বিমানবাহিনী (আএএফ)। এর মধ্য দিয়ে ভারতের প্রতিরক্ষা বাজেটে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
২০১৮-১৯ অর্থবছরের জন্য আইএএফ-কে বরাদ্দ দেয়া হয় ৩৫,৭৫৫ কোটি রুপি। কর্মকর্তারা বলছেন এই অর্থ থেকে বিগত কয়েক বছরের কেনাকাটার বিল পরিশোধ করতে গেলে বিপুল সমস্যা তৈরি হবে। এসব কেনাকাটার মধ্যে রয়েছে রাফালে ফাইটার জেট, এপাচি এ্যাটাক হেলিকপ্টার ও চিনুক হেভিলিফট হেলিকপ্টার।
বিস্তারিত ভিডিওতে*-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন