মিয়ানমারের পর এবার আসামে বাজিমাত বিজিবির !! আসাম সীমান্তে বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার !!
কক্সবাজার, হিলি আর বেনাপোলের পর বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্তে ফ্লাড লাইট, সিসিটিভি ক্যামেরা,মোশন ডিটেক্টর সেন্সর এবং সার্ভেল্যান্স রাডার স্থাপন করতে যাচ্ছে।
উল্লেখ্য,বাংলাদেশ-আসাম সীমান্তের ৭৬ কি.মি অংশে ভারত কাটাতারের বেড়া স্থাপন করলেও সাম্প্রতিকতম সময়ে “বাঙালীদের বাংলাদেশের নাগরিক” আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এমন আশংকা বিজিবি উড়িয়ে দিচ্ছে না।
আপাতত,কয়েকটি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হলেও দেশজুড়ে ৫১১ কি.মি. “ক্রিটিকাল” অংশে আগামী ৩ বছরের মধ্যে ফ্লাড লাইট,সি.সি.টি.ভি ক্যামেরা,সার্ভেল্যান্স রাডার এবং মোশন ডিটেক্টর সেন্সর স্থাপন করা হবে।এছাড়া,বিজিবির জন্য ড্রোন কিনবার প্রক্রিয়াও চলমান রয়েছে।খুব দ্রুতই এসব সরঞ্জাম বিজিবি বহরে সংযুক্ত হবে।
বিস্তারিত ভিডিওতে-
কক্সবাজার, হিলি আর বেনাপোলের পর বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্তে ফ্লাড লাইট, সিসিটিভি ক্যামেরা,মোশন ডিটেক্টর সেন্সর এবং সার্ভেল্যান্স রাডার স্থাপন করতে যাচ্ছে।
উল্লেখ্য,বাংলাদেশ-আসাম সীমান্তের ৭৬ কি.মি অংশে ভারত কাটাতারের বেড়া স্থাপন করলেও সাম্প্রতিকতম সময়ে “বাঙালীদের বাংলাদেশের নাগরিক” আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এমন আশংকা বিজিবি উড়িয়ে দিচ্ছে না।
আপাতত,কয়েকটি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হলেও দেশজুড়ে ৫১১ কি.মি. “ক্রিটিকাল” অংশে আগামী ৩ বছরের মধ্যে ফ্লাড লাইট,সি.সি.টি.ভি ক্যামেরা,সার্ভেল্যান্স রাডার এবং মোশন ডিটেক্টর সেন্সর স্থাপন করা হবে।এছাড়া,বিজিবির জন্য ড্রোন কিনবার প্রক্রিয়াও চলমান রয়েছে।খুব দ্রুতই এসব সরঞ্জাম বিজিবি বহরে সংযুক্ত হবে।
বিস্তারিত ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন