AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

সোমবার, ১২ মার্চ, ২০১৮

মিয়ানমারের পর এবার আসামে বাজিমাত বিজিবির !! আসাম সীমান্তে বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার !!

কক্সবাজার, হিলি আর বেনাপোলের পর বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্তে ফ্লাড লাইট, সিসিটিভি ক্যামেরা,মোশন ডিটেক্টর সেন্সর এবং সার্ভেল্যান্স রাডার স্থাপন করতে যাচ্ছে।

উল্লেখ্য,বাংলাদেশ-আসাম সীমান্তের ৭৬ কি.মি অংশে ভারত কাটাতারের বেড়া স্থাপন করলেও সাম্প্রতিকতম সময়ে “বাঙালীদের বাংলাদেশের নাগরিক” আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এমন আশংকা বিজিবি উড়িয়ে দিচ্ছে না। 

আপাতত,কয়েকটি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হলেও দেশজুড়ে ৫১১ কি.মি. “ক্রিটিকাল” অংশে আগামী ৩ বছরের মধ্যে ফ্লাড লাইট,সি.সি.টি.ভি ক্যামেরা,সার্ভেল্যান্স রাডার এবং মোশন ডিটেক্টর সেন্সর স্থাপন করা হবে।এছাড়া,বিজিবির জন্য ড্রোন কিনবার প্রক্রিয়াও চলমান রয়েছে।খুব দ্রুতই এসব সরঞ্জাম বিজিবি বহরে সংযুক্ত হবে।

বিস্তারিত ভিডিওতে- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন