ক্রাশ করার আগে আকাশে যা করল বিমানটি !! US Bangla Air Crash at Kathmandu in Nepal | Plane Crash |
অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি
অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি
নেপালে বিধ্বস্ত উড়োজাহাজটি অবতরণের আগে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুই বার চক্কর দিয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
ওই বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার ছেত্রি জানান, পাইলট অবতরণের অনুমতি পাওয়ার পর উত্তর দিকে অবতরণ করতে চান। তখন কন্ট্রোল টাওয়ার থেকে জানতে চাওয়া হয়, কোনো সমস্যা আছে কি না। এর জবাবে পাইলট জানান, কোনো সমস্যা নেই। এরপর অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি। আবার নিয়ন্ত্রণ টাওয়ার থেকে জানতে চাওয়া হয়, সবকিছু কি ঠিক আছে? জবাবে পাইলট জানান, ঠিক আছে।
বিস্তারিত ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন