এবার বাংলাদেশকে পাশে বসিয়ে চলতি মাসেই মহাকাশে পাড়ি দিচ্ছে ভারত
সার্ক’ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী মাসের প্রথম সপ্তাহে সার্ক স্যাটেলাইট এবং মাসের শেষের দিকে জিএসএলভি-মার্ক থ্রি উৎক্ষেপিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হওয়া সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সর্বসম্মতভাবে সেই প্রকল্প গ্রহণ করা হয়। অনেক টালবাহানার পর বাংলাদেশ এই উপগ্রহ প্রকল্পে ভারতের সঙ্গে যুক্ত হলেও, পাকিস্তান এই উদ্যোগে শামিল হয়নি। ফলে পাকিস্তানকে ছাড়াই এই উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারত।
সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি যেমন নেপাল, ভুটান, মালদ্বীপে কোনও মহাকাশ গবেষণায় পরিকাঠামো নেই। এই বিষয়ে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। এই অবস্থায় ভারতের স্বপ্নের উপগ্রহ প্রজেক্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু পাকিস্তান তাতে শামিল হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। ফলে সার্ক স্যাটেলাইটের নাম বদল করে সাউথ-এশিয়া স্যাটেলাইট নাম দেওয়া হয়েছে।
বিস্তারিত থাকছে ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন