AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

বাংলাদেশ বনাম মায়ানমার যুদ্ধ প্রস্তুতিতে কে সঠিক পথে?


বার্মা অনেক আগে স্বাধীনতার স্বাদ পেয়েছে আমাদের তুলনায়। উত্তর কোরিয়া, পাকিস্থানের মত বার্মাও দীর্ঘকাল সামরিক শাষনের অধীন ছিল। ১৯৪৮ সালে স্বাধীন হবার পর এত বছরে দেশটার জিডিপি দাড়ায়ছে মাত্র ৬৭ বিলিয়ন ডলারে। তারাও পাকিস্থান, উত্তর কোরিয়ার নীতি অনুসরন করে সবার আগে ইয়াবা খেয়ে হলেও সামরিক বাহিনীর উন্নয়ন করেছে। 

ফলাফল, অগাধ সম্পদ থাকা সত্তেও জনগন ভাত না পেয়ে ইয়াবা খেয়ে দিন কাটায়। নিরপত্তার পেছনে এত খরচ অথচ নিজের দেশের মুল্যবান পাথর, স্যাফায়ার গুলা এই অস্ত্র কিনতে তুলে দেয় অন্য দেশের কাছে। অশিক্ষিত জনগন আবার এই সামরিক বাহিনীর পক্ষেই ছাপায় গায়। আর তাদের দেশের অস্ত্র গুলা দেশের কোন কাজে লাগছে কিনা জানা নায়, তবে আকাজে লাগছে।

বিস্তারিত থাকছে ভিডিওতে - 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন