AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

এবার বাংলাদেশীদের জমি কেড়ে নিচ্ছে রোহিঙ্গারা !! নিজের  বিপদ ডেকে আনলো বাংলাদেশ !! 

উখিয়া ও টেকনাফের হাজার হাজার একর সরকারি পাহাড়ি বনভূমি দখলের পর এখন শত শত একর ফসলি জমিতে বসতি স্থাপন করছে রোহিঙ্গারা। স্থানীয়দের কাছ থেকে রেজিস্ট্রি ছাড়াই জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করছে অবস্থাপন্ন রোহিঙ্গারা। 

একইভাবে প্রভাবশালীদের মদদ পেয়ে আবাদি খাস জমিও দখলে নিচ্ছে তারা। ফলে এই অঞ্চলের বনভূমি উজাড় হওয়ার পর এবার ফসলি জমিও উজাড় হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিস্তারিত থাকছে ভিডিওতে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন