বাংলাদেশসহ দ. এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে শুরু বহুজাতিক এইচএডিআর বিমান মহড়া
ভারতের কেরালায় ১২ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘হিউম্যানিটারিয়ান অ্যাসিস্টেন্স অ্যান্ড ডিজ্যাস্টার রিলিফ (এইচএডিআর) মহড়া। ১৭ই মার্চ পর্যন্ত এই মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলো অংশ নেবে।
বহুজাতিক এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘সমবেদনা’। ভারত ছাড়াও শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল এবং সংযুক্ত আরব আমীরাতের বিমান বাহিনী এই মহড়ায় অংশ নেবে।
এই মহড়ার উদ্দেশ্য হলো সমন্বিত এইচএডিআর প্রচেষ্টায় সব পক্ষকে একত্রিত করা। পুরো মহড়াটি সাজানো হয়েছে ভারতের পশ্চিম উপকূলে একটি কাল্পনিক সুনামি পরিস্থিতিকে ঘিরে। কিভাবে সুনামি-পরবর্তী বিপর্যয় ব্যবস্থাপনা করা হবে, সেটিই থাকছে এ মহড়ায়।
বিস্তারিত থাকছে ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন