AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

রাষ্ট্রপতিকে মোদির চাপে খালেদা জিয়ার জামিন? খালেদা’র জন্য মোদীর তোড়জোড় !! 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন না দিলে আওয়ামী লীগকে কোন ধরনের সহায়তা দেওয়া হবে না বলে ভারত সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদকে চাপ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দ্রুত গতিতে খালেদা জিয়াকে জামিন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানায় রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ভারতে অবস্থানরত তিনটি সূত্র।
সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতি ভবনে সোলার এলায়েন্স (আইএসএ) সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিষয়ে নরেন্দ্র মোদি জানতে চান।
এর পরিপ্রেক্ষিতে মোদি বলেন, ‘বিএনপির সেসব ইতিহাস এখন অতীত। তাদের এই ভুলের প্রায়শ্চিত্ত তারা পেয়েছে। ভারতের সঙ্গে অতীতে ভুল করে থাকলেও বিএনপি ভবিষ্যতে সেটা আর করবে না। সেটা ভারত এবং বিএনপির বিষয়। সুতরাং ভারত দীর্ঘমেয়াদে খালেদা জিয়াকে কারাগারে দেখতে চায় না।’
বিস্তারিত থাকছে ভিডিওতে - 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন