সাব্বাস প্রবাসী বাংলাদেশী !! দেশের অর্থনীতিতে বাজিমাত সৌদি, কাতার, মালেশিয়া ও সকল দেশের প্রবাসীর !!
আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। আবার চলতি বছরের জানুয়ারির চেয়ে কিছুটা কমে গেছে ফেব্রুয়ারিতে।
চলতি বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স কমে দাঁড়ায় মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে অক্টোবরে রেমিটেন্স বেড়ে হয় ১১৫ কোটি ৯০ লাখ ডলার।
আর নভেম্বরে তা আরও বেড়ে হয়েছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। ডিসেম্বর মাসে তা কিছুটা কমে ১১৬ কোটি ৭১ লাখ ডলারে নেমে এলেও জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৮ কোটি ডলারে।
বিস্তারিত থাকছে ভিডিওতে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন