AOW Bangla News

প্রতিদিনে বাংলাদেশ সর্ম্পকীত যেকোন সংবাদ, তাছাড়া বাংলাদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর শক্তি সর্ম্পকীত যেকোন সংবাদ। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কে বেশি শক্তিশালী তাদের ভিডিও নিউজ আপডেট এবং সর্বপোরী জাতীয়, আর্ন্তজাতিক, বিনোদন ও খেলাধুলা সর্ম্পকীত যাবতীয় ভিডিও নিউজ আপডেট পাবেন AOW News ব্লগে। অবশ্যই AOW News ব্লগটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীআতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়।

LightBlog

Breaking

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

বাংলাদেশের উঠতি মডেল সানাইকে নিয়ে তোলপাড় !! গড়ালো আদালত পর্যন্ত !! Sanayee Mahbob Suprova  BD Model 


গতকাল থেকে ফেসবুকে নানা আলোচনা ও সমালোচনায় জর্জরিত হচ্ছেন সানাই। এককথায় বলতে গেলে অন্তর্জাল দুনিয়ায় কেমন যেন সানাই বাজছে। 

মূলত ফেসবুকে এ অভিনেত্রীর পোস্ট করা কয়েকটি উষ্ণ ছবি এবং এগুলোকে ঘিরে একটি আইনি নোটিশের পরপরই বেগবান হচ্ছে সানাইয়ের 'বাদ্য-বাজনা'।

ছবিগুলো 'অশালীন' এমনটা জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের ডি. এইচ দিপু নামের এক আইনজীবী সানাইয়ের বাসার ঠিকানায় আইনি নোটিশটি পাঠান। এরপর সেই নোটিশটি সানাই আবার নিজের ওয়ালে পোস্ট করেন। মূলত তখন থেকেই বেগবান হচ্ছে নানা ধরনের গুঞ্জন। কেউ কেউ বলছেন এগুলো হচ্ছে সানাইয়ের স্ট্যান্টবাজি অথবা নিজেই ফোকাস হতে চাচ্ছেন।

বিস্তারিত ভিডিওতে- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন